সঠিক উত্তর হচ্ছে: গুরুচণ্ডালী দোষে
ব্যাখ্যা: গুরুচণ্ডালি দোষ: তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালি দোষ সৃষ্টি করে। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। \'গরুর গাড়ি\', \'শবদাহ\', \'মড়াপোড়া\' প্রভৃতি স্খলে যথাক্রমে \'গরুর শকট\', \'শবপোড়া\', \'মড়াদাহ\' প্রভৃতির ব্যবহার গুরুচণ্ডালি দোষ সৃষ্টি করে।