সঠিক উত্তর হচ্ছে: নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
ব্যাখ্যা: অপশন ‘A’ এর সবগুলো বানানই অশুদ্ধ। নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব এর শুদ্ধ রূপ হবে____ নিক্বণ, সূচ্যগ্র ও অনূর্ধ্ব। অপশন ‘B’ এর ভূঁড়িওয়ালা শব্দের শুদ্ধ বানান হবে ভুঁড়িওয়ালা। অপশন ‘C’ এর অনূর্বর শব্দটির শুদ্ধ বানান অনুর্বর। অপশন ‘D’ এর সবগুলো বানান শুদ্ধ।