সঠিক উত্তর হচ্ছে: প্রকৃতি
ব্যাখ্যা: শব্দ বা পদের মূল অংশকে বলে প্রকৃতি৷
যেমনঃ চলা। এখানে √চল্ হলো ধাতু বা প্রকৃতি, আর বিভক্তি হলো \'আ\'৷
প্রকৃতি দুই প্রকার। যথা- নামপ্রকৃতি (তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি) ও ক্রিয়াপ্রকৃতি (কৃৎ প্রত্যয়ের প্রকৃতি)।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷