নিচের অপশন গুলা দেখুন
- জনমত তৈরি
- প্রযুক্তির মাধ্যমে সমাজের বৃহত্তর কল্যাণ
- আমলাতন্ত্রের কাজ সহজীকীকরণ
- তথ্য সরবরাহ
ই-গভর্নেন্সের মূল লক্ষ্য হচ্ছে প্রযুক্তিকে সমাজের বৃহত্তর কল্যাণে ব্যবহার করা। কিন্তু, মনে রাখা দরকার যে, প্রযুক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার না করলে এটি সমাজের কল্যাণের চেয়ে অমঙ্গলই ডেকে আনে। এর অপব্যবহার প্রতিরোধ করার জন্য সব দেশের সরকারই বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে থাকে।
পৃথিবীর প্রায় সব রাষ্ট্রেই বর্তমানে কম বেশি ই-গর্ভনেন্স এর ছোঁয়া লক্ষ্য করা যায়। ই-গর্ভনেন্স এর মাধ্যমে তথ্য প্রবাহ থেকে শুরু করে, সেবা প্রদানের মত কাজগুলি পূর্বের তুলনায় অনেক কার্যকরভাবে সম্পন্ন করা যায়। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশে সরকারি সেবা ও শাসন ব্যবস্থার ডিজিটালকরণ শুরু হয়েছে।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বই (উন্মুক্ত)।