সঠিক উত্তর হচ্ছে: ভিটামিন ডি
ব্যাখ্যা: সূর্যকিরণ হতে প্রকৃতপক্ষে কোনো ভিটামিন পাওয়া যায় না।\n\nতবে মানুষ ও প্রাণীদেহের ত্বকের নিচে ৭ - ডি হাইড্রোকোলেস্টরল নামক এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে।\n\nসূর্যের অতি বেগুনি রশ্মির ক্রিয়ার ফলে এটি থেকে ভিটামিন - ডি তৈরি হয়।