ব্যাখ্যা: ডায়োড এর দুটি প্রান্ত থাকে। এর একটি হচ্ছে অ্যানোড এবং অপরটি ক্যাথোড। অ্যানোডে পজিটিভ চার্জ যুক্ত এবং ক্যাথোডে নেগেটিভ চার্জ যুক্ত । ডায়োড মূলত অর্ধপরিবাহী সিলিকন এবং জার্মেনিয়াম দিয়ে তৈরি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।