সঠিক উত্তর হচ্ছে: আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ \'অগ্নিবীণা\' (অক্টোবর, ১৯২২)। এ গ্রন্থে মোট ১২টি কবিতা আছে। প্রথম কবিতা- \'প্রলয়ােল্লাস\' (তােরা সব জয়ধ্বনি কর!)। অন্যান্য কবিতা- বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমণী, ধূমকেতু, কামাল পাশা, আনােয়ার পাশা, রণভেরী, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী ও মহররম। গ্রন্থটি বৃটিশ সরকার কর্তৃক কখনোই নিষিদ্ধ হয় নি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।