ডিপ্লয়েড জীবের কোষের নিউক্লিয়াসে আকার, আকৃতি, ক্রোমোমিয়ারের অবস্থান ও সংখ্যা প্রভৃতি দিক থেকে একই এমন দুটি ক্রোমোজোম থাকে। এদের একটিকে অপরটির হোমোলোগ বা সমসংস্থ বলে এবং একত্রে দুটিকে হোমোলোগাস ক্রোমোজোম বলে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।