সঠিক উত্তর হচ্ছে: হাইড্রোজেন
ব্যাখ্যা: হাইড্রোজেন হল পর্যায় সারণির সবচেয়ে হালকা মৌল।\n\nএটি মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন রাসায়নিক পদার্থ।\n\nএর কারণ এটি মহাবিশ্বের সৃষ্টির সময় তৈরি হওয়া প্রথম মৌল। আদর্শ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, অধাতব এবং খুবই দাহ্য দ্বিপরমাণুক গ্যাস (H2)।