সঠিক উত্তর হচ্ছে: মানিক দত্ত
ব্যাখ্যা: চন্ডীমঙ্গল ধারার আদি কবি মানিক দত্ত। চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। মেদিনীপুরের রাজা রঘুনাথ রায়ের অনুরোধে তিনি চন্ডীমঙ্গল কাব্য রচনা করেন। এই রচনার স্বীকৃতিস্বরূপ তাকে \'কবিকঙ্কন\' উপাধি দেন রাজা রঘুনাথ রায়। তাকে \'দুঃখ বর্ণনার কবি\' বলা হয়।