নিচের অপশন গুলা দেখুন
- দারিদ্র
- দরিদ্রতা
- দারিদ্রতা
- দারিদ্র্য
দারিদ্র্য এবং দারিদ্র -
বাংলা একাডেমির ব্যবহারিক অভিধানে এভাবে দেয়া আছে,
- দারিদ্র ⇒ দারিদ্র্য
- দারিদ্র্য, দারিদ্র (বিশেষ্য)
১ নির্ধনতা; দরিদ্র অবস্থা; দরিদ্রতা।
২ অভাব (চিন্তার দারিদ্র্য)।
৩ দৈন্য; দীনতা।
{(তৎসম বা সংস্কৃত) দরিদ্র+য (ষ্যঞ্), অ(অণ্)}
অর্থাৎ, দারিদ্র এবং দারিদ্র্য দুইটাই অভিধানে আছে এবং দুইটাই শুদ্ধ। তবে, আধুনিক অভিধানে কেবল \"দারিদ্র্য\" রাখা হয়েছে। আবার কয়েকজন স্কলারের বইতে \"্য\" (য - ফলা) ব্যবহার করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট শুদ্ধ বানানগুলো নিম্নরূপঃ
দরিদ্র (বিশেষণ)
দারিদ্র্য (বিশেষ্য)
দারিদ্র (বিশেষ্য)
দরিদ্রতা (বিশেষ্য)
এই প্রশ্নটা অনেক চাকরির পরীক্ষায়
যেহেতু, ব্যবহারিক অভিধানে দারিদ্র ⇒ দারিদ্র্য তে ফরোয়ার্ড করা হয়েছে এবং আধুনিক অভিধানে শুধু \"দারিদ্র্য\"কেই রাখা হয়েছে, পাশপাশি স্কলাররাও অনেকেই \"্য\" (য - ফলা) এর পক্ষে, তাই দুইটার মধ্যে \'দারিদ্র্য\' কে বেস্ট এন্সার হিসেবে নেয়া যায়।