সঠিক উত্তর হচ্ছে: রাইবোজোম
ব্যাখ্যা: কোষের প্রকারভেদ\r\n༺═──────────────═༻\r\n\r\n? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের। যথা- \r\n ? আদি কোষ এবং \r\n ? প্রকৃত কোষ। \r\n\r\n\r\n? আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ (Prokaryotic Cell)\r\n\r\n০১. সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এ জন্য এদের আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বলা হয়। \r\n\r\n০২. কোষের নিউক্লিয়াস কোন পর্দা দিয়ে আবৃত থাকে না। তাই নিউক্লিও-বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। \r\n\r\n০৩. যেসব অঙ্গাণু অনুপস্থিত থাকে : মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি। \r\n\r\n০৪. যেসব অঙ্গাণু উপস্থিত থাকে: রাইবোজোম। \r\n\r\n০৫. ক্রোমোজোমে কেবল উঘঅ থাকে। \r\n\r\n০৬. উদাহরণ : নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া। \r\n\r\n࿇ ══━━━━✥◈✥━━━━══ ࿇\r\n\r\n? প্রকৃতকোষ বা সুকেন্দ্রিক কোষ (Eukaryotic cell)\r\n\r\n০১. কোষের নিউক্লিয়াস সুগঠিত। \r\n\r\n০২. নিউক্লিয়ার ঝিল্লী দিয়ে নিউক্লিও-বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত। \r\n\r\n০৩. যেসব অঙ্গাণু অনুপস্থিত থাকে : অনুপস্থিত থাকে না। \r\n\r\n০৪. সকল অঙ্গাণু উপস্থিত থাকে: মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম।\r\n\r\n০৫. কোমোজোমে উঘঅ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান উপস্থিত থাকে। \r\n\r\n০৬. উদাহরণ : অধিকাংশ জীবকোষ।\r\n࿇ ══━━━━✥◈✥━━━━══ ࿇