সঠিক উত্তর হচ্ছে: ক্যাপ্টেন
ব্যাখ্যা: পদমর্যাদা- ক্যাপ্টেন।\nমহিউদ্দিন জাহাঙ্গীর (৭ মার্চ ১৯৪৯ - ১৪ ডিসেম্বর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিবাহিনীর ৭নং সেক্টরের একজন কর্মকর্তা ছিলেন। মহানন্দা নদীর তীরে শত্রুর প্রতিরক্ষা ভাঙ্গার প্রচেষ্টার সময় তিনি শহীদ হন। সম্মানে ঢাকা সেনানিবাসের প্রধান ফটকের নাম \"শহীদ জাহাঙ্গীর গেট\" নামকরণ করা হয়েছে।\n[তথ্যসূত্রঃ বীরশ্রেষ্ঠ, জাহানারা ইমাম। গণ প্রকাশনী। ১৩৯১। পৃষ্ঠা ৩১]