সঠিক উত্তর হচ্ছে: অপাদান কারক
ব্যাখ্যা: অপাদান কারকঃ যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।\nঅপাদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ- বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।\nলোকমুখে শুনেছি।\nতিলে তৈল হয়।\nদুধে দই হয়।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]