সঠিক উত্তর হচ্ছে: ২৫০ সেন্টিমিঃ
ব্যাখ্যা: চা চাষের জন্য উষ্ণ ও আদ্র জলবায়ু প্রয়োজন। ১৬° থেকে ১৭° সেলসিয়াস তাপমাত্রা ও ২৫০ সেন্টিমিঃ বৃষ্টিপাত প্রয়োজন। উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটিতে চা চাষ ভালো হয়। সূত্রঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই।