সঠিক উত্তর হচ্ছে: কোনটিই নয়
ব্যাখ্যা: জহির রায়হান আদমজী সাহিত্য পুরস্কার পান হাজার বছর ধরে উপন্যাসের জন্যে৷ ১৯৬৪ সালে প্রকাশিত এই উপন্যাস বাংলাদেশ সাহিত্যের ইতিহাসেই অন্যতম প্রভাব বিস্তারকারী উপন্যাস। আবহমান বাংলার জীবন ও জনপদ এই উপন্যাসের মূল প্রতিপাদ্য। এর ভাষা কাব্যিক, গতিশীল ও সুখপাঠ্য। উপন্যাসে যে জীবন ও জনপদের বর্ণনা আছে তা বাংলাদেশের আবহমান কালের। টুনি, মন্তু, মকবুল এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র। [তথ্যসূত্রঃ সাহিত্য সাময়িকী -প্রথম আলো]