সঠিক উত্তর হচ্ছে: গ্যারি জে বোস
ব্যাখ্যা: বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যা বিষয়ে মার্কিন সাংবাদিক ও অধ্যাপক গ্যারি জে বোস রচিত বিখ্যাত বই হলো \'দ্য ব্লাড টেলিগ্রাম : নিক্সন-কিসিঞ্জার অ্যান্ড আ ফরগেটেবল জেনোসাইট\'। এটি ২০১৪ সালে প্রকাশিত হয়৷ ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি গণহত্যা বিষয়ে ঢাকায় কর্মরত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাড মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের নিকট যে টেলিগ্রাম প্রেরণ করেন তা ব্লাড টেলিগ্রাম নামে পরিচিত। এই বিষয়ের আর্চার কে ব্লাড \'দ্য ক্রোয়েল বার্থ অব বাংলাদেশ\' নামে একটি বই লিখেন।(সূত্রঃ আমাজন এবং বিডিনিউজ২৪)