ডিপ্লয়েড বলতে দুই সেট ক্রোমোজোমকে বোঝায়। এই দুই সেট ক্রোমোজোমের এক সেট মাতা থেকে এবং এক সেট পিতা থেকে আসে। যে কোষের নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোজোম থাকে তাকে ডিপ্লয়েড কোষ (diploid cell) বলে । যেসব জীবের অধিকাংশ কোষের নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোজোম থাকে তাদেরকে ডিপ্লয়েড জীব (diploid organisms) বলে। মানুষ (Homo sapiens) , গোলকৃমি (Ascaris megalocephalus), ধান (Oryza sativa) ইত্যাদি ডিপ্লয়েড জীবের উদাহরণ।