সঠিক উত্তর হচ্ছে: ইংরেজি+বাংলা
ব্যাখ্যা: কোন কোন সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদৈত্ব সৃষ্টি হয়ে থাকে তাকে মিশ্র শব্দ বলে।
যেমনঃ রাজা-বাদশা(তৎসম+ফারসি), হেড-মৌলভী(ইংরেজি +ফারসি), পকেট-মার(ইংরেজি +বাংলা), খ্রিস্টাব্দ (ইংরেজি +তৎসম) ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।