সঠিক উত্তর হচ্ছে: আপনা
ব্যাখ্যা: সর্বনামের শ্রেণিবিভাগ\n\nবাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে।\n\n(১) ব্যক্তিবাচক বা পুরুষবাচক আমি, আমরা, তুমি, তোমরা সে, তারা, তাহারা, এরা ও ওরা ইত্যাদি।\n\n(২) আত্মবাচক: স্বয়ং নিজে, খোদ, আপনি।\n\n(৩) সামীপ্যবাচক: এ, এই, এরা, ইহারা, ইনি ইত্যাদি।\n\n(8) দূরত্ববাচক ঐ, ঐসব।\n\n(৫) সাকুল্যবাচক: সব, সকল, সমুদয়, ভাবৎ।\n\n(৬) প্রশ্নবাচক: কে, কি, কী, কোন, কাহার, কার, কিসে? (৭) অনির্দিষ্টতাজ্ঞাপক : কোন, কেহ, কেউ, কিছু।\n\n(৮) ব্যতিহারিক : আপনা আপনি নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।\n\n(১) সংযোগজ্ঞাপক : যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।\n\n(১০) অন্যাদিবাচক : অন্য, অপর, পর ইত্যাদি।\n\nতথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেনী