সঠিক উত্তর হচ্ছে: মেহেরপুর
ব্যাখ্যা: নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারে লাঞ্চিত নীল চাষীদের দুরবস্থা অবলম্বনে এ নাটক রচিত হয়েছে। ঢাকা বা ‘বাংলা প্রেস\'(ঢাকার প্রথম ছাপাখানা)থেকে প্রকাশিত প্রথম নাটক ‘নীলদর্পণ’। নাটকটির কাহিনিও মেহেরপুর অঞ্চলের, দীনবন্ধু ঢাকায় অবস্থানকালে তা রচনাকরেন।নাটকটির ঘটনা,বিষয়চিন্তা,রচনাস্থান,প্রকাশস্থান,মুদ্রণালয়,প্রথম মঞ্চায়ন সবই বাংলাদেশে তাই এ নাটককে ‘বাংলাদেশের নাটক’ বলা হয়।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর]