সঠিক উত্তর হচ্ছে: ছোটগল্প
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক। তিনি ১১৯টি ছোট গল্প রচনা করেন। তার প্রথম গল্পসংগ্রহের নাম - ‘ছোট গল্প’ (১৮৯৩)। অন্যান্য ছোট গল্পের বইঃ কথা চতুষ্টয়, বিচিত্র গল্প, গল্প দশক, তিন সঙ্গী, গল্পগুচ্ছ ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।