সঠিক উত্তর হচ্ছে: হ্যারল্ড যে লাস্কি
ব্যাখ্যা: অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি\'র মতে - \'\'কোন ব্যক্তি যদি রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলে।\'\' অন্যদিকে তিনি বলেন \'\'সর্বজনীন কল্যাণের জন্য ব্যক্তির লব্ধ বিচারবুদ্ধির প্রয়োগই নাগরিকতা।\'\' রাষ্ট্রবিজ্ঞানী হ্যান্স কেলসন বলেন - \'\'নাগরিকতা হচ্ছে রাষ্ট্রের সদস্য হিসেবে কোন ব্যক্তির স্ট্যাটাস বা মর্যাদা।\'\' উৎসঃ নবম-দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বই (উন্মুক্ত)।