সঠিক উত্তর হচ্ছে: ৬ জানুয়ারী ২০০৪
ব্যাখ্যা: দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (South Asian Free Trade Area) বা সাফটা ২০০৪ সালের ৬ জানুয়ারী সাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ২০০৬ সালের ১ জানুয়ারী। এই চুক্তির মূল লক্ষ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যে শুল্কহার শূন্যে নামিয়ে আনা। সার্কভুক্ত আটটি দেশ এতে স্বাক্ষর করে।(South Asian Preferential Trading Arrangement-SAPTA) স্বাক্ষরিত হয় ১১ এপ্রিল ১৯৯৩ এবং কার্যকর হয় ৮ ডিসেম্বর ১৯৯৫।(সূত্রঃ সার্ক ওয়েবসাইট)