সঠিক উত্তর হচ্ছে: কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রন
ব্যাখ্যা: অ্যাকোয়া রেজিয়া(Aqua Regia) : এটা একটা রসায়নের শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে রাজ অম্ল এবং ইংরেজীতে এটাকে \"Kings water\" \"Royal water\" বলা হয়ে থাকে। গাঢ় HNO3 ও Hcl এসিডের ১:৩ অনুপাতের মিশ্রনকে রাজ অম্ল বলা হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।