সঠিক উত্তর হচ্ছে: আরবী ভাষা থেকে
ব্যাখ্যা: সংস্কৃত, সংস্কৃত থেকে বিবর্তিত বা দেশী উপসর্গ ব্যতীত সকল উপসর্গকে বিদেশী উপসর্গ বলা হয়।
\nআরবি উপসর্গ :
\nলা : না অর্থে। যেমন : লাজওয়াব, লাওয়ারিস, লাপাত্তা ইত্যাদি।
\nআম : সাধারণ অর্থে। আম-দরবার, আম-মোক্তার, আম-জনতা ইত্যাদি।
\nখাস : নির্দিষ্ট অর্থে। খাসলোক, খাসমহল, খাসজমি ইত্যাদি।\n\n\nলাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা