সঠিক উত্তর হচ্ছে: হৃৎপিন্ডের
ব্যাখ্যা: করোনারী থ্রম্বসিস অসুখটি - হৃদপিণ্ডের। রক্তে যদি LDL বা কোলেস্টেরল পরিমাণ স্বাভাবিক (১০০ - ২০০ mg/dl) এর তুলনায় বেশি হয়ে যায় তখন ধমনী গাত্রে বা প্রাচীরে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্তপ্রবাহের পথ সংকুচিত হয়। এতে প্রাচীরে স্থিতিস্থাপকতা কমে যায় ও শক্ত হয়। এ অবস্থাকে orterioscleosis বা ধমনীর কাঠিন্য বলে।