সঠিক উত্তর হচ্ছে: আমিষ
ব্যাখ্যা: এনজাইম আমিষ (Protein) দিয়ে তৈরি হয় ।উৎসেচক বা \"এনজাইম\" (ইংরেজি: Enzyme) হচ্ছে এক প্রকার জৈব অনুঘটক (ইংরেজি:organic catalyst)। গঠনগতভাবে এটি প্রোটিন জাতীয় পদার্থ । ব্যতিক্রম রাইবোজাইম (ribozyme) এবং ডিএনএজাইম যেখানে যথাক্রমে আরএনএ ও ডিএনএ উৎসেচক (এনজাইম) হিসাবে কাজ করে।