সঠিক উত্তর হচ্ছে: ৩০
ব্যাখ্যা: যেহেতু মইটি একটি খাড়া দেওয়ালের সাথে রাখা হয়েছে, তাই মই, দেয়াল ও ভূমি(মাটি) একটি সমকোণী ত্রিভুজ সৃষ্টি করে। এখানে পীথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে।\nএখান, পিথাগোরাস এর সূত্রানুসারে,
\nAC=অতিভুজ =৫০ মিটার
\nAB=লম্ব=৪০ মিটার
\nBC=ভূমি=?
\nআমরা জানি, AC2=AB2+BC2
\nবা, BC2=AC2-AB2
\n=(৫০)২-(৪০)২
\nঅতএব, BC = ৩০ মিটার ( উত্তর)