সঠিক উত্তর হচ্ছে: সমস্যমানপদ
ব্যাখ্যা: সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমানপদ বলে। সমাসের প্রক্রিয়ার সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদকে সমস্তপদ বলে। সমস্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বলে। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণির র্বোড বই।