সঠিক উত্তর হচ্ছে: সম্রাট বাবর
ব্যাখ্যা: ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহীম লােদীকে পরাজিত করে জহিরুদ্দিন মুহাম্মদ বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। সম্রাট আকবর ছিলেন সর্বশ্রেষ্ঠ মুঘল শাসক। আকবরের পুত্র সম্রাট জাহাঙ্গীরের আসল নাম ছিল নুরুদ্দীন মহম্মদ সেলিম এবং শেরশাহ ছিলেন একজন আফগান বীর যার কাছে ১৫৩৯ সালে চৌসার যুদ্ধে এবং ১৫৪০ সালে কৌনজের যুদ্ধে সম্রাট হুমায়ুন পরাজিত হয়ে সিংহাসন হারান।\n\n