সঠিক উত্তর হচ্ছে: চাঁদ
ব্যাখ্যা: \"শশাঙ্ক\" এর আরও কিছু প্রতিশব্দ হল-চন্দ্র,নিশাকর,বিধু,শশধর, শশাঙ্ক,সুধাংশু, হিমাংশু ইত্যাদি;সমুদ্র এর সমার্থক শব্দ অর্ণব,দরিয়া,পাথার,সাগর ইত্যাদি ;সূর্য এর সমার্থক শব্দ আদিত্য, তপন,রবি,সবিতা ইত্যাদি। (তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণী)