সঠিক উত্তর হচ্ছে: ১২ টি
ব্যাখ্যা: ৫,৯,১,৪ অংকগুলি দ্বারা ৫,০০০ এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করতে হলে প্রথম স্থানে ৫ অথবা ৯ বসাতে হবে (১ ও ৪ বসালে তা ৫০০০ এর থেকে ছোট হয়ে যাবে) ১ম স্থানটি ৫ ও ৯ দ্বারা ২P১ বা ২ প্রকারে পূরণ করা যায় । বাকী তিনটি স্থান তিনটি অঙ্ক দ্বারা ৩! বা ৬ প্রকারে পূরণ করা যায়। \nসুতরাং মোট বিন্যাস = ২*৬=১২ \nঅথবা মোট বিন্যাস ৪! = ২৪ টি । এর মধ্যে ২ টি উপাদান নিয়ে বিন্যাস নেয়া যাবে ২৪/৪ = ৬*২=১২টি