সঠিক উত্তর হচ্ছে: সিডি রোম
ব্যাখ্যা: অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের মধ্যে আছে সিডি ও ডিভিডি ডিস্ক। মেমরি কার্ড, মেমরি স্টিক, পেন ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)—এগুলো ফ্ল্যাশ মেমরি ডিভাইসের মধ্যে পড়ে।\n\nমেমরি কার্ড ও পেন ড্রাইভ বাজারে আসার আগে বহনযোগ্য স্টোরেজ ডিভাইস বলতে আগে ফ্লপি ডিস্ক ড্রাইভই (এফডিডি) ছিল একমাত্র ভরসা। এ ড্রাইভে ১.৪৪ মেগাবাইট সাইজের ফাইল রাখা যেত।