সঠিক উত্তর হচ্ছে: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ\n
ব্যাখ্যা: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (১৬ অক্টোবর ১৯৫৬ - ২১ জুন ১৯৯১) ছিলেন একজন বাংলাদেশি কবি ও গীতিকার। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম \"বাতাসে লাশের গন্ধ\"। এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে \"রুদ্র স্মৃতি সংসদ\"।
\nকবিতা:
\nউপদ্রুত উপকূল (১৯৭৯)
\nফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১)
\nমানুষের মানচিত্র (১৯৮৬)
\nছোবল (১৯৮৬)
\nগল্প (১৯৮৭)
\nদিয়েছিলে সকল আকাশ (১৯৮৮)
\nমৌলিক মুখোশ (১৯৯০)