সঠিক উত্তর হচ্ছে: অক্টোবর, ২০১৯ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা: হংকং-এর প্রত্যর্পণ বিল \r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\n? প্রত্যর্পণ বিল কি?— চীন, তাইওয়ান ও ম্যাকাওয়ে কোন মামলায় অভিযুক্তকে প্রত্যর্পণের আহ্বান করলে সেটা মানতে হবে হংকংকে। এটি প্রস্তাব করা হয় হংকং-এর আইন পরিষদ LegCo তে। \r\n\r\n? এই বিলের বিরুদ্ধে ক্ষেপে ওঠে হংকংবাসী। তাদের ধারণা এই বিল পাস হলে ন্যায্য বিচার পাবে না হংকংবাসী। তাই প্রধান পাঁচটি দাবী নিয়ে বিক্ষোভ চলতে থাকে। এক সময় তাঁরা বেইজিংপন্থী নেতা ক্যারি লামের পদত্যাগ দাবী করে। \r\nপ্রত্যর্পণ বিল প্রত্যাহার করা হয়— অক্টোবর, ২০১৯ খ্রিস্টাব্দে। \r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆