সঠিক উত্তর হচ্ছে: প্লাবন সমভূমি
ব্যাখ্যা: বাংলাদেশের অধিকাংশ স্থান যে ধরনের ভূমিরূপের অন্তর্গত তা হল: প্লাবন সমভূমি. বর্ষাকালে বন্যার জল স্বাভাবিক বাঁধ অতিক্রম করে বিস্তীর্ণ এলাকাকে প্লাবিত করে। বন্যার জল অপসারিত হলে প্লাবিত অঞ্চলে পলি জমা হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে প্লাবন সমভূমি বলে। প্লাবন বা বন্যা শেষে নদীর দু পাশের ভুমিতে খুব পুরু স্তর কাদা,পলি জমে যে বিস্তৃত সমভুমির সৃষ্টি হয় তাকে প্লাবন সমভূমি বলে।