সঠিক উত্তর হচ্ছে: 1200 মিটার
ব্যাখ্যা: মনে রাখতে হবে, একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান রাস্তা অতিক্রম করবে।
\nএ ধরনের অংকের বেলায় সামনের চাকার পরিধি ও পেছনের চাকার পরিধির ল.সা.গু বের করলে যে মান আসবে ততটুকু রাস্তা অতিক্রম করতে ছোট চাকাটি বড় চাকার চেয়ে একবার বেশি ঘুরবে।
\nপ্রশ্নে প্রদত্ত গাড়ির সামনের ও পেছনের চাকার পরিধি যথাক্রমে 3 ও 4 মিটার এবং তাদের পরিধি = 12 মিটার।
\nএখন ছোট চাকাটি 1 বার বেশি ঘুরবে = 12 মিটার রাস্তা অতিক্রম করলে।
\nতাহলে, 100 বার বেশি ঘুরবে = 12 x 100 = 1200 মিটার রাস্তা অতিক্রম করলে।
\nউত্তর- 1.2 কিলোমিটার বা 1200 মিটার। \n