সঠিক উত্তর হচ্ছে: ষ্ণ্য
ব্যাখ্যা: শব্দের সঙ্গে যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলে।\nবাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, যথাঃ\nবাংলা তদ্ধিত প্রত্যয়\nবিদেশি তদ্ধিত প্রত্যয়\nতৎসম তদ্ধিত প্রত্যয়\nষ্ণ, ষ্ণি, ষ্ণ্য, ষ্ণিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ্, বিন, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।\nএখানে, সূর্য = সুর + ষ্ণ্য, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]