সঠিক উত্তর হচ্ছে: ১০০
ব্যাখ্যা: ধরি,\nক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য =১০০+x টাকা\n\nতাহলে লাভ/মুনাফা হয়=(১০০+x-১০০)=x টাকা\nবিক্রয়মূল্য দ্বিগুণ হলে তা ২(১০০+x) হয় ।\n\nসুতারাং লাভ/মুনাফা তিনগুন হলে,\n৩x=২(১০০+x)-১০০\n=>৩ x = ২০০+২x-১০০\n=> x= ১০০\n\nঅর্থাৎ মূল্যবৃদ্বি না করে পণ্যটি বিক্রয় করলে বিক্রেতা ১০০ টাকা লাভ/মুনফা করবে।