সঠিক উত্তর হচ্ছে: মোড়ক
ব্যাখ্যা: বাংলা কৃৎ-প্রত্যয় \'অক\' যোগে গঠিত শব্দ \n√মুড় + অক =মোড়ক । \n√ঝল্ + অক =ঝলক । ধারালো (বাংলা) বিশেষণ পদ, অর্থ শাণিত, ধারযুক্ত। চামার তদ্ভব শব্দ, যার বিবর্তন রুপ : সংস্কৃত -চর্মকার ,প্রাকৃত -চম্মআর, তদ্ভব-চামার। পোষ্টাই তদ্ভব (বিশেষণ) পদ ,অর্থ পুষ্টিকর।