সঠিক উত্তর হচ্ছে: মৌলিক ধাতু
ব্যাখ্যা: মৌলিক ধাতু: যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক ধাতু বলে। যেমন: কর্, চল্,পড়্, পা, যা, দে, খা, হ্ ইত্যাদি। ৩. যৌগিক ধাতু: বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর্, দে, হ, পা, খা ইত্যাদি মৌলিক ধাতু মিলিত হয়ে যে নতুন ধাতু গঠিত হয়, তাকে যৌগিক বা সংযোগমূলক ধাতু।