সঠিক উত্তর হচ্ছে: মুক্তি
ব্যাখ্যা: সংষ্কৃত কৃৎ-প্রত্যয় সাধিত শব্দটি হলো \' মুক্তি\'। এটি বিশেষ নিয়মে সংষ্কৃত কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ। যেমন- মুচ্ + ক্তি = মুক্তি, বচ্ + ক্তি = উক্তি। তাছাড়া পাকড়াও, মোড়ক, ভাজি বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)]