সঠিক উত্তর হচ্ছে: বাড়ে
ব্যাখ্যা: অভিকর্ষজ তরণ g এর উপর নির্ভরশীল । মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি ,বিষুবীয় অঞ্চলে g এর মান মেরু অঞ্চলের তুলনায় কম পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য।
\nযেহেতু g এর মান বাড়লে ওজন বাড়বে এবং g এর মান কমলে ওজন কমবে । তাই কোন বস্তুকে বিষুব রেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন বাড়বে।\n\n