সঠিক উত্তর হচ্ছে: Protocol
ব্যাখ্যা: অপশনসমূহে Treaty ঐক্যমত্যের দলিল, যা অবশ্য পালনীয়। Agreement এ ধারাবিশিষ্ট ঐত্যমত্যের দলিল লিপিবদ্ধ থাকে, এটিও অলঙ্ঘনীয়। Convention গৃহীত হয় সমঝোতা বা দরকষাকষির পর পক্ষসমূহের স্বাক্ষরের মাধ্যমে। এটি নির্দিষ্টসংখ্যক নূন্যতম দেশের অনুমোদনের পর কার্যকর হয়। এটিও আইনগতভাবে বাধ্যতামূলক। Protocol চুক্তির মত, কিন্তু বাধ্যতামূলক নয়। এতে বিধিমালা থাকে, তবে এর বাইরে গেলে কোনো শাস্তি নেই।