সঠিক উত্তর হচ্ছে: ঘটনা বর্ণনা হয়েছে।
ব্যাখ্যা: বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে - ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।সঠিক রূপঃ ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।গ্রীষ্মের তাপদাহে জীবন অতিষ্ঠ -গুরুচণ্ডালী বলতে বোঝায় তদ্ভব এবং তৎসম শব্দের মিশ্রণ।সঠিক রূপঃ গ্রীষ্মের দাবদাহে জীবন অতিষ্ঠ।সঠিক রূপঃ ইহার আবশ্যকতা নাই (বিশেষ্য - বিশেষণের প্রয়োগ জনিত ভুল)সঠিক রূপঃ ঘটনা বর্ণিত হয়েছে (বাচ্যজনিত)। \n [তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যকরণ ,নবম-দশম শ্রেণি]