সঠিক উত্তর হচ্ছে: চরিত্রহীন
ব্যাখ্যা: সাবিত্রী ও কিরণময়ী চরিত্রহীন উপন্যাসের চরিত্র। এদিকে, দেবদাস, চন্দ্রমুখী ও পার্বতী দেবদাস উপন্যাসের চরিত্র এবং মাধবী ও সুরেন্দ্রনাথ বড়দিদি উপন্যাসের চরিত্র।। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর]