সঠিক উত্তর হচ্ছে: বরিশাল
ব্যাখ্যা: মধ্যে ফুল্লশ্রী গ্রাম পণ্ডিত নগর।।\" কাব্যের সূচনায় কবিকৃত এই আত্মকাহিনী থেকে জানা যায়, কবির নিবাস ছিল ফুল্লশ্রী গ্রামে (বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায়)। পিতা সনাতন ও মাতা রুক্মিণী (\"সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত\")। এছাড়া তিনি ছিলেন সংস্কৃতজ্ঞ ও বৈষ্ণবভক্ত।