সঠিক উত্তর হচ্ছে: বরফ বা পরিষ্কার ঠান্ডা পানি দেয়া
ব্যাখ্যা: প্রাথমিক চিকিৎসা
\n? শরীরের কোন স্থান পুড়ে গেলে তৎক্ষণাৎ বরফ বা পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলা।
\n\n? শরীরের কোনো স্থান ভেঙ্গে গেলে ভাঙ্গা স্থান নড়াচড়া করলে ভাঙ্গা স্থানে ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। এ জন্য স্থান যাতে নড়াচড়া করতে না পারে সেজন্য ভাঙ্গা স্থান কাঠ বা বাঁশ দিয়ে বেধে রোগীকে দ্রুত চিকিৎসকের নিকট নিয়ে যেতে হবে। \n