সঠিক উত্তর হচ্ছে: ১০৫ ডিবি
ব্যাখ্যা: মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানব সৃষ্ট উচ্চ শব্দ। এক্ষেত্রে পরিবহণ যানবাহনগুলির রয়েছে সবচেয়ে মারাত্মক অনিষ্টকারী ভূমিকা। বিমান, রেলগাড়ি, ট্রাক, বাস ও অন্যান্য মটরগাড়ি, মটরসাইকেল সবই মাত্রাতিরিক্ত উচ্চ শব্দ সৃষ্টি করে। শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল (ডিবি)। শব্দের মাত্রা ৪৫ডিবি হলেই সাধারণত মানুষ ঘুমাতে পারেনা। ৮৫ডিবিতে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং মাত্রা ১২০ডিবি হলে কানে ব্যথা শুরু হয়।